প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলাধীন কুর্শি ইউনিয়নের কুর্শি আঞ্চলিক শাখা কর্তৃক গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় স্থানীয় কুর্শি দাখিল মাদ্রাসা অডিটরিয়ামে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। তালুকদার আবুল হায়াত রুহিন এর সভাপতিত্বে ও সৈয়দ আজমূল হোসেন রাহাত এর পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। উদ্বোধনী বক্তব্য রাখেন কুর্শি দাখিল মাদরাসা সুপার মাওঃ মোঃ আব্দুল কাদির। প্রধান বক্তা ছিলেন নবীগঞ্জ উপজেলা তালামিযের সভাপতি মোঃ আব্দুল মন্নান। বিশেষ বক্তা নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি মোঃ শামসুল ইসলাম, কুর্শি দাখিল মাদরাসা সহকারী শিক্ষক মাওঃ মুফতি আলী হায়দার সিদ্দীকি, কুর্শি ইউনিয়ন সভাপতি মোঃ জহিরুল ইসলাম, মির্জা মুহিবুল আলম তামিম, মোঃ লিপসন আহমেদ, শাহ মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ। পরে ২০১৫-১৬ সেশনের ৪১ সদস্য বিশিষ্ট ঘোষনা করেন কুর্শি ইউনিয়নের সভাপতি ও নির্বাচন কমিশনার মোঃ জহিরুল ইসলাম। এতে সভাপতি তানভীর আহমদ, সহ-সভাপতি রুহিন আহমদ, তালুকদার আবুল হায়াত, তারেক আহমদ, সাধারণ সম্পাদক রায়হান খান, মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আজমল হোসেন রাহাত ও সৈয়দুল ইসলাম, গালেব হুসেন চৌধুরী, প্রচার সম্পাদক শাহিনুর, অর্থ সম্পাদক উজ্জল আহমদ, অফিস সম্পাদক তালুকদার আবুল হাসান, প্রশিক্ষন সম্পাদক মুহিমূল হক, শিক্ষা সম্পাদক সাইফুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আকমল হুসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তালুকদার আবুল হাসনাত, হাম্মাদ আহমেদ।