স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রতিক্ষার পর শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অপারেশন কাজের শুভ সূচনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্টেশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ জাহির এমপি।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদোজ্জামান মাসুকের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক সাইদুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা শেখ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন, জালাল উদ্দিন মোহন, আব্দুল গফুর, আবু আহমেদ চৌধুরী বেলু, কামরুজ্জামান আল রিয়াদ, সামাদ মেম্বার, ইব্রাহিম মিযা, জিতু লস্কর, ফজল উদ্দিন তালুকদার, আকিকুর রহমান অপু, তৈয়ব আলী, গাজীউর রহমান ইমরান, ফখরুল হামিদ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জামাল উদ্দিন শাহিন প্রমূখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্বোধন করেছিলেন।