স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুরে হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ২শ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। এতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল আমীন ও হবিগঞ্জ জেলার সাবেক জেলা ইউনিট কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডঃ আকবর হোসেন জিতু, ড. ফজলে এলাহী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, মোহাম্মদ আলী মমিন, আব্দুল কাদির তোফালী, কলামিষ্ট জাহান-আরা-আফছর, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মহান বিজয় দিবস উদযাপন উপকমিটির আহবায়ক পৌর কাউন্সিলর মোঃ আব্দুল আউয়াল মজনু।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা ২শ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা পদক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এর আগে সুর্যোদয়ের সাথে সাথে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে দুর্জয় স্মৃতিসৌধে পু®পস্তবক অর্পন করা হয়।