স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জামায়াত নেতা এডভোকেট আব্দুস সহিদ ও হাফিজুল ইসলাম হাফিজের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এমএস হুমায়ুন কবীরের আদালতে এডভোকেট হাফিজুল ইসলাম আত্মসমপর্ন করেন অপরদিকে কারাগারে আটক এডভোকেট আব্দুস সহিদের জন্য তাদের আইনজীবিগণ জামিন আবেদন করলে আদালত দীর্ঘ শুনানী শেষে উভয়ের জামিন না মঞ্জুর করে এডভোকেট হাফিজকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কোর্ট ইন্সপেক্টর কামাল আহমেদ ও সিএসআই আলামিন। আসামী পক্ষে জামিন আবেদন করেন জেলা আইনজীবি সমিতির সভাপতি আলহাজ্ব সালেহ আহমদসহ বেশ কয়েকজন আইনজীবি। এদিকে আটক আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ রিমান্ডের আবেদনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ওসি মোক্তাদির চৌধুরী। উল্লেখ্য, গত রবিবার রাতভর অভিযান চালিয়ে জেলার বাহুবল, লাখাই ও নবীগঞ্জ উপজেলা এবং শায়েস্তাগঞ্জ পৌর এলাকা থেকে এডভোকেট আব্দুস সহিদসহ ৭ নেতাকর্মীকে আটক করে কারাগারে প্রেরণ করেন। এ ব্যাপারে সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ বাদি হয়ে এডভোকেট আব্দুস সহিদ, ও হাফিজুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলায় গতকাল হাফিজুল ইসলাম আত্মসমপর্ণ করেন। তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।