প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে রোটারী ক্লাব অব খোয়াই-এর আয়োজনে আজ থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ‘লাইফ এন্ড নেচার’ শিরোনামের এ প্রদর্শনীটি হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে। আজ দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডঃ মোঃ আবু জাহির। উক্ত প্রদর্শনী আজ দুপুর ১২ থেকে রাত ৮টা পর্যন্ত এবং আগামীকাল ও পরশু সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর বিভিন্ন দিনে এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, বাংলাদেশ শিশু একাডেমীর সাবেক পরিচালক ফাল্গুনী হামিদ, বিশিষ্ট অভিনেতা হাসান মাসুদ, ফটোগ্রাফার আবির আব্দুল্লাহ প্রমুখ।
এছাড়া একই অনুষ্ঠানের আওতায় আগামীকাল শুক্রবার দুপুর ২টায় সুরবিতান ললিতকলা একাডেমী প্রশিক্ষণ কেন্দ্রে “আলোকচিত্র শুধু শিল্পচর্চা নয়, সমাজ পরিবর্তনেরও মাধ্যম” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত প্রদর্শনীতে হবিগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন স্থানের প্রথিতযশা আলোকচিত্র শিল্পীদের ছবি প্রদর্শিত হবে।