স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আই’র ১৭তম বর্ষপূর্তী উপলক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসককে সম্মাননাপত্র প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চ্যানেল আই’র হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ জেলা প্রশাসক সাবিনা আলম এই সনদপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুকন উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, দৈনিক তরফবার্তার সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ ও বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর।