স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী তরুণ জননেতা মিজানুর রহমান মিজানকে মেয়র প্রার্থী হিসাবে সমর্থন করেছে মাছুলিয়া এলাকার জনগণ। গতকাল রাতে মাছুলিয়ার ফকিরবাড়ীতে এলাকার মুরুব্বিয়ান ও যুবকদের উপস্থিতিতে এক সভায় এই সমর্থন জানানো হয়। আব্দুল হেকিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আব্দুল আলী, লাল মিয়া, ফিরুজ মিয়া, শিবু ভট্টাচার্য্য, সুরুজ মিয়া, আতর আলী, আলা উদ্দিন, শ্যামল দাশ, আলী হায়দার, পরিমল পাল, নিরোদ সরকার, জিতু মিয়া, আমজাদ মেম্বার, কাজল মিয়া, রতন রায়, আকবর হোসেন, খায়রুল ইসলাম, সমুজ আলী, ফকির মিয়া, আ. আমীন, সুবল শীল, আ. আজাদ, মো. আব্দাল, পরিতোষ দত্ত, সাইফুল মিয়া, জামাল মিয়া, মিজান মিয়া, মামুন মিয়া, রাফি মিয়া, জোবায়ের মিয়া, অংকুর দেব, রিপাত মিয়া, লিমন মিয়া, সরব পাল, সুমন মিয়, রিপান মিয়া, শিবু মিয়া, শামীম মিয়া, পিন্টু সরকার, বিকাশ সরকার, এনামুল মিয়া, কাওছার মিয়া, মিন্টু সরকার, রাজু মিয়, আলমগীর প্রমুখ।
সভায় উন্নয়ন বঞ্চিত এলাকাবাসীকে মেয়র নির্বাচিত হলে সবছেয়ে গুরুত্ব দিয়ে বিবেচনার ঘোষনা দেন মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান। নির্বাচনে সহযোগীতা কামনা করেন মিজানুর রহমানের পিতা সাবেক চেয়ারম্যান হাজী মর্তুজ আলী।
সভা শেষে আহত ফুটবলার জলিলকে দেখতে যান মিজানুর রহমান মিজান।