বিশেষ প্রতিনিধি, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাজকাশার গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আবদুল মুকিতের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাজী মোঃ রফিক মিয়া। মাষ্টার ছোহেল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বিশিষ্ট সমাজসেবক আবদুল মুকিত, ইউপি সদস্য আবদাল মিয়া, জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মর্তুজা মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার মোঃ ছুরুক মিয়া, হাজী ইছরাঈল মিয়া, আলহাজ্ব আবদুল হেকিম, মোঃ হাছিব উল্যা, আলহাজ্ব আবদুল বশির, কনর মিয়া, আবদুল আলীম,যুব নেতা ছাব্বির আহমদ চৌধুরী, আবদুল মুহিত প্রমূখ। সভায় বক্তারা এলাকার উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আবদুল মুকিতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। সভায় মোঃ আবদুল মুকিত বলেন, শিক্ষা, সমাজসেবা ও সামাজিক উন্নয়নে এলাকার লোকজনের পাশে থাকতে চাই। সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করলে হৃদ্যতা পূর্ণ ও জবাবদিহিতা মূলক সামাজিক সম্প্রীতি গড়ে উঠবে। সেবকের মনোবৃত্তি নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভা শেষে উল্লেখিত গ্রামে রেজিষ্ট্রিকৃত অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের নির্মিতব্য ভূমির স্কেচ-ম্যাপ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আবদুল মুকিত। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।