স্টাফ রিপোর্টার ॥ বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এবং নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় আটক নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওঃ আশরাফ আলী, এডঃ আব্দুস শহীদ সহ ১১ জনকে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজ আদালতে তাদের জামিন আবেদন জানানো হবে। এদিকে এডঃ আব্দুস শহীদ ডায়বেটিক সহ বিভিন্ন রোগে আক্রান্ত বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। আটক অন্যান্যরা হচ্ছেন- শামীম আহমেদ, মানিক মিয়া, ছানোয়ার আলী, ইমরান আহমেদ, সুফিয়ান আহমেদ, ইয়াছির খান, হোসাইন আহমেদ, নিজাম উদ্দিন ও আজিজুল হক।