প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি আব্দুল মুহিত রাসেল বলেন, বর্তমান সময়ে ইসলাম ও মুসলমানের উপর ভ্রান্ত আক্বিদাপন্থি বিদ্বেষী কুচক্রি মহল এ দেশে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাদেরকে দমন করতে হলে তালামীযের সর্বস্তরের কর্মীকে সর্বদা সজাগস্তৃষ্টি রাখতে হবে। তিনি গতকাল সোমবার বিকাল ৩টায় ইনাতগঞ্জ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মোঃ এনাম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সিতার আলীর পরিচালনায় শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মুজাহিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন আল ইসলাহ সাধারণ সম্পাদক আলহাজ্ব নসিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জানার আহমদ, নবীগঞ্জ উপজেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুন নূর, সদস্য আব্দুল্লাহ উমর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি মোঃ শিমন আহমদ, মোঃ জাকারিয়া আহমদ, হোসাইন আহমদ, জোবায়ের আহমদ, জালাল আহমদ, জায়েদ আহমদ, মাহবুব আহমদ, আব্দুল হালিম প্রমুখ।