স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একমাত্র শৌচাগারটি আবারো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এটি পরিস্কার না করায় ময়লা আর্বজনার স্তুপ জমে রয়েছে। দুর্গন্ধে আশেপাশের কোর্ট ও রেকর্ডরোমের কর্মচারিরা নাকে রোমাল দিয়ে কাজ করছে। জানা যায়, ওই শৌচাগারটি প্রতিদিন পরিস্কার করার কথা রয়েছে। এ জন্য দুই জন সুইপার রয়েছে। কিন্তু তারা নিয়মিত পরিস্কার না করেও বাসায় বসে বেতন ঘুনছে। হবিগঞ্জ জেলার বিভিন্নস্থান থেকে প্রতিদিন শত শত বিচারপ্রার্থীরা আদালতে আসেন। কিন্তু এটি ব্যবহার করতে না পেরে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করছে। বেশ কয়েকজন আইনজীবি, পুলিশ ও সরকারি কর্মচারিরা জানান, কোন কোন সময় ওই শৌচাগারটি তারাও ব্যবহার করছেন। কিন্তু এটির এমন অবস্থা ব্যবহার করাতো দুরের কথা কাছেও যাওয়া যাচ্ছে না।