শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ‘নাটক হোক শৃংখলিত মানুষের মুক্তির গান’-এই শ্লোগানে শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠী হাটি হাটি পা পা করে ২৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে নাট্যকর্মীরা মিষ্টিমুখ করে জন্মদিন পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জিতু আহমেদ মাখন, রাজু বিশ্বাস, সাধারণ সম্পাদক হারুন সাঁই, আশপাকুর রহমান পুলিন, মুখলেছুর রহমান, এম এ ওয়াহিদ, কামরুল হাসান, মিজানুর রহমান সুমন, ফখরুদ্দীন আল নোমান, ফখরুল হামিদ, আক্তার আহমেদ, আল আমিন, যোসেফ হাবিব, শাহিন আহমেদ, সিরাজুল ইসলাম, কলি আক্তার, বাবুল আহমেদ ও আশা।