স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন স্থানে চোরাই ও নম্বরবিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ সার্কিট হাউজ মোড়ে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করে। এসময় নম্বরবিহীন ও চোরাই ১০ মোটর সাইকেল আটক করা হয়। আরোহীরা কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে। এ ব্যাপারে দুইটি মামলা করা হয়েছে। ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, এ অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেয়া হবে না।