স্টাফ রির্পোটার ॥ বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও মজলিসপুর মহল্লার বিশিষ্ঠ মুরব্বী নাসির উদ্দীন (নওসা মিয়া) গত সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বয়স। গতকাল মঙ্গঁলবার বাদ যোহর মজলিসপুর মসজিদ প্রাঙ্গঁনে জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তাঁর জানাযায় বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকার সংসদ সদস্য আলহাজ্জ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সাবেক ইউ/পি চেয়ারম্যান মোঃ মোতাব্বির মিয়া সাবেক উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্জ্ব শফিকুল আলম চৌধুরী, গ্যানিংগঞ্জ বাজার কমিটির সভাপতি রেজাউল মুহিত খান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ এলাকার মুরব্বীয়ানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি। মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, ও ৫ কন্যা রেখে গেছেন।