স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ বার লাইব্রেরীতে এই সভা আহ্বান করা হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি নেতা প্রফেসর আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলী খায়ের, জাপা নেতা চৌধুরী আতাউর রব মসনু, জালাল উদ্দিন আহমেদ, মাহমুদ চৌধুরী, আকম উ¯-ার তালুকদার, মঞ্জুরুল হক মাসুদ, কদর আলী মোল্লা, মকসুদুজ্জামান খান, মুহিত আহমেদ চৌধুরী, ডাঃ এমদাদুল হক সবুজ, নিজাম উদ্দিন সানু, নজরুল ইসলাম মাষ্টার, গাজী মিছবাহ উদ্দিন, শেখ ফয়জুল ইসলাম দিনু, আফরোজ আফগান তালুকদার, শাহজাহান তালুকদার, আফরোজ মিয়া, শফিক মিয়া, মাসুক আহমেদ, মুরাদ আহমেদ, ওয়ারেন্ট অফিসার (অব) আব্দুল করিম, সোহাগ মিয়া, সেলিম মিয়া, সুরুজ আলী, নুর মিয়া, রইছ আলী, সোহানুর রহমান দুলাল, আবু লায়েছ স্বপন প্রমুখ।
সভায় এমপি বাবু বলেন, আমরা পল্লীবন্ধু এরশাদের রাজনীতি করি। তাই এরশাদকে ক্ষমতায় নিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষক শ্রমিকসহ মেহনতি মানুষের পাশে গিয়ে দাড়াতে হবে। এরশাদই এ দেশের উন্নয়নের সুচনা করেছিলেন। সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেশ গড়তে এরশাদ সরকারের বিকল্প নেই।