আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে চাঞ্চল্যকর জিয়া হত্যাকান্ডের ঘটনায় ২ আসামীর ১দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মমিুল ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম সামসেদ বেগম এর আদালতে গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম স্বপন, মুসলিম মিয়া, আলফত আলী ও রোবি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদন শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম সামসেদ বেগম এর আদালত গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম স্বপন ও মুসলিম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মমিুল ইসলাম জানান সাইফুল ইসলাম স্বপন ও মুসলিম মিয়াকে গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য মাধবপুর থানায় আনা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় একদল লোক জিয়াউদ্দিনের যাতায়াতের রাস্তার পাশে সাইফুল ইসলাম সুমনের বোন জামাই দুধমিয়ার বাড়িতে উৎ পেতে বসে থাকে ওই সময় জিয়াউদ্দিন মাঠে জমি রোপন শেষে বাড়ি ফেরার পথে তার উপর অতর্কিত হামলা চালায়। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এলাকাবাসী সুত্রে জনা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে পল্লী পশু চিকিৎসক জিয়া উদ্দিন ও একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আফজল মিয়ার মধ্যে দির্ঘ দিন যাবত ভূূমি নিয়ে বিরোধ চলে আসা অবস্থায় প্রায় ১০ বছর পূর্বে রাতের আদারে আফজল নামে এক ব্যক্তি খুন হয়। কিন্তু তাদের মধ্যে বিরোধ মেটেনি। এ বিরোধের জেরধরে গত ৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আফজালের ছেলে সাইফুল ইসলাম স্বপনের (৩২) নেতৃত্বে একদল লোক জিয়া উদ্দিনের যাতায়াতের রাস্তার পাশে সাইফুল ইসলাম সুমনের বোন জামাই দুধ মিয়ার বাড়িতে উৎ পেতে বসে থাকে ওই সময় জিয়া উদ্দিন মাঠে জমি রোপন শেষে বাড়ি ফেরার পথে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় জিয়া উদ্দিন নিহত হয়। জিয়াউদ্দিন হত্যার সাথে জড়িত থাকার দায়ে থানার উপ-পরিদর্শক সামস ই তাব্রিস এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫ সেপ্টেম্বর শনিবার রাতেই সাইফুল ইসলাম সুমন (৩২),আলফত আলী (৫০), মুসলিম মিয়া (৩৭), রুবি বেগম (৩২) সহ ৪জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে নিহতের ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে সাইফুল ইসলাম স্বপনকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।