প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের সাত গ্রামের উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। গত শুত্রবার সন্ধ্যায় পানিউমদা বাজারে পরামর্শ সভায় সাত গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। উক্ত পরামর্শ সভায় বিশিষ্ট মুরুব্বী হাজি লাল মিয়ার সভাপতিত্বে ও উদ্যোগতা সাত গ্রাম যুব সমবায় সমিতি ও উপজেলার যুবলীগ নেতা অনু আহমেদ এর পরিচালনায়, সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাত গ্রাম যুব সমবায় সমিতির সভাপতি মোঃ মুহিত মিয়া, পানিউমদা ইউপি যুবলীগ সভাপতি মোঃ এখলাছুর রহমান খানঁ, দেওয়ান জাহিদ আহমদ চৌধুরী, আব্দুর রাজ্জাক (চুনু মাস্টার), মোঃ ইয়াওর মিয়া, আবু মিয়া, মোঃ মকলুক হোসেন চৌধুরী, আকরাম হোসেন, মোঃ ছাদিও মিয়া, মোঃ আপ্তাব উদ্দিন পীর সাহেব, মোঃ ফয়ছল আহমেদ, ফেরদৌস আহমেদ রনি, তুইবুর রহমান, মোঃ আবুল ফজল প্যানেল চেয়াম্যান (১), ইউপি সদস্য আরজদ আলী, আব্দুল মুমিন জিহাদী, বীর মোক্তিযোদ্ধা বশির আহমেদ, মঈনুল হক শাহিন, খায়রুল ইসলাম ও শুয়েব আহমেদ প্রমূখ। পরামর্শ সভায় বক্তারা বলেন, পানিউমদা এলাকায় কিছু দিনের মধ্যে ১০ নং গ্যাস কুপের কাজ শুরু হতে যাচ্ছে। উক্ত গ্যাস কুপের কাজ সাত গ্রামের বেকার যুবক ও শ্রমিকরা কাজ করতে পারে। বক্তারা বলেন, অন্য দিকে সিন্ডিকেটের নামে কিছু লোক এলাকার বেকার যুবক ও শ্রমিককে উক্ত কাজ থেকে বঞ্চিত করার পায়তারায় লিপ্ত রয়েছে। আওয়ামীলীগের একাধীক নেতার নামও ব্যবহার করা হচ্ছে বলে জানান। ইতিমধ্যে ওয়ার্ক ওয়াডার প্রাপ্ত বাংলাদেশি কোম্পানির লোক সাত গ্রামের যুব সমাজ ও শ্রমিকদের নিয়ে প্রাথমিক প্রস্তুতি কাজ শুরু করেছে।