প্রেস বিজ্ঞপ্তি ॥ আনজুমানে তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে কেন্দ্রীয় পরীায় প্রথমবারের মত অংশ গ্রহন করে শতবাগ উত্তির্ণ হয়। উক্ত পরিায় অংশগ্রহনকৃত ছাত্র/ছাত্রীদের মধ্যে ৫টি গোল্ডেন এ+, ৩টি এ+ ও ১টি এ নিয়ে শতবাগ ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়। মোছাঃ তাছলিমা আক্তার, মোছাঃ তাইয়্যিবা আক্তার, মোছাঃ লোবনা আক্তার, মোছাঃ নোহা আক্তার, মোছাঃ সাজেদা আক্তার (গোল্ডেন এ+), মোছাঃ লিজা আক্তার, মোঃ মোশারফ হোসাইন, মোছাঃ আতিকা আক্তার (এ+), ও হুমায়ুন কবির (এ) সহ শতবাগ রেজাল্ট নিয়ে প্রতিষ্ঠানের গোরব অর্জন করে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা খলিফায়ে মাদানি শায়েখ আব্দুল মোমিন উক্ত রেজাল্টে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য দেশবাসীর কাছে সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেন।