স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশের আব্দায় পূর্ব বিরোধের জের ধরে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, শহরের যশেরআব্দা এলাকার বাসিন্দা মৃত আব্দুর রশিদের পুত্র আনোয়ার মিয়ার বাসায় একদল সন্ত্রাসী তাকে বাসায় না পেয়ে তার বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে তার পুত্রবধু লুৎফুর নেছা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। আহত সূত্র জানা যায়, আনোয়ার আলীর সঙ্গে তেঘরিয়ার ইউপির জিটখা নামক স্থানে একটি ফেরি জলমহাল নিয়ে পূর্ব বিরোধের জের ধরে উমেদনগরের গ্রামের বাসিন্দা জগদীশ রায় ও হাবিবুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। পরে তাদের নেতৃত্বে ১০/১২জনের একদল লোক গিয়ে শহরের যশের আব্দায় আনোয়ার মিয়ার বাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ সময় তার পুত্রবধূ তাদেরকে বাধা দিলে তাকেও মারধোর করে ঘরে রক্ষিত স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে সদর থানার এস.আই রাসেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।