গত ৩০ সেপ্টেম্বর বুধবার লাখাই উপজেলার বড় বাড়ি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হাদির পুত্র মোঃ মোজাক্কির মিয়ার সাথে বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামের মোঃ হেবজু মিয়ার কন্যা মোছাঃ আখলিমা আক্তার আখিঁর বিয়ে সম্পন্ন হয়েছে। তাদের দাম্পত্য জীবন সুখি, সুন্দর ও দীর্ঘয়িত করে সকলের নিকঠ দোয়া কামনা করেছেন।