চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মধ্য নরপতি গ্রামের মৃত আতর আলীর পুত্র টমটম চালক আহাদ মিয়া (২৫) কে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে বেপরোয়া সিএনজি চালক কায়েস মিয়া।
জানা যায়, গতকাল বুধবার মুড়ারবন্দ দরগা রোডে দিঘির পাড় গদা শাহ মাজারের সামনে পিছন দিক থেকে একটি সিএনজি টমটম গাড়িকে ধাক্কা দেয়। এসময় টমটম চালক প্রতিবাদ করলে সিএনজি চালক কায়েস মিয়া উত্তেজিত হয়ে রড দিয়ে বেদড়ক পিটিয়ে আহাদ মিয়ার মাথায় রক্তাক্ত জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।