স্টাফ রিপোর্টার ॥ কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ ১০ বছর পর সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ বুধবার শুরু হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল আহসান চাঞ্চল্যকর এ মামলায় হরকাতুল জিহাদের (জেএমবি) শীর্ষ নেতা মুফতি হান্নান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বরখাস্তকৃত সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের পৌর (বরখাস্তকৃত) মেয়র জি কে গউছসহ ৩২ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। এ মামলায় মোট সাক্ষী ১৭৩ জন। অভিযুক্ত সব আসামী আদালতে হাজির হওয়ার কথা থাকলেও বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী চিকিৎসার কারণে সিলেটের বাইরে থাকায় তার পক্ষে আদালতের নির্দেশে হাজিরা দেন অ্যাডভোকেট লালা।
আদালত সূত্র জানায়, কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন এরই মধ্যে ৯ বার পেছানো হয়। গত ৬ সেপ্টেম্বর ছিল কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের সর্বশেষ তারিখ। তবে আরিফুল হক অসুস্থ থাকায় এবং তাকে আদালতে হাজির না করায় ওই দিন চার্জ গঠন হয়নি। ওই দিন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল আহসান ১৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ওই তারিখে ৩২ আসামীর মধ্যে ২২ আসামীর উপস্থিতিতে সব আসামীর বিরুদ্ধে এ চার্জ গঠন অনুষ্ঠিত হয়। এ হত্যা মামলার ৩২ আসামীর মধ্যে ১৪ জন কারাগারে, ৮ জন জামিনে এবং ১০ জন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারের জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আঃ মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। গতকাল ওই মামলায় বাদী এডঃ আব্দুল মজিদ খান আদালতে সাক্ষ্য প্রদান করেন।
এর মধ্যে ঘটনার প্রায় ১০ বছর পর গত ১৩ সেপ্টেম্বর আদালতে ৩২ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।