স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও অগ্রদূত পরিবহনের সত্ত্বাধিকারী রোটারিয়ান ফজলুর রহমান লেবুকে সংবর্ধনা দিয়েছে শহরের মহাপ্রভু ক্রসরোড এলাকার ব্যবসায়ীরা। গতকাল বুধবার মহাপ্রভু ক্রসরোড এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল। পরিচালনা করেন ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া। এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আহম্মেদ জামান খাঁন শুভ, মৃদুল চন্দ্র রায়, মহিতোষ দাস, আশুতোষ চৌধুরী, হরিধন চক্রবর্তী, রামবাঁশরী চৌধুরী, পিনাক রায়, রিপন দেব, টিংকু দেব, বিজয় সরকার, সাজ্জাদ হোসেন, ধীরেন্দ্র সরকার, ধীরেন্দ্র দাস, টিটু, মকবুল হোসেন, রাজেশ রায়, এমদাদ উল্লা খাঁন, নারায়ন, নজরুল ইসলাম, ফরিদ, রাকিব, সুমন মৃধা, জাহির প্রমুখ। সভায় বক্তারা অগ্রদূত পরিবহনের হবিগঞ্জ থেকে ঢাকাগামী গাড়ি পূর্বের ন্যায় শহরের চৌধুরী বাজার নতুন খোয়াই মুখ ও রামকৃষ্ণ মিশন রোড এলাকার নিজস্ব স্ট্যান্ড থেকে সার্ভিস চালু রাখায় ফজলুর রহমান লেবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ জন্য সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা হবিগঞ্জ-ঢাকা রোডে চলাচলে যে সুবিধা ভোগ করছে তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে বক্তারা আরো বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ফজলুর রহমান লেবু যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এ জন্য ব্যবসায়ী সমাজ তার পাশে থাকবে।