স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরের মন্দির হাটি এলাকায় বিয়ের প্রলোভন দিয়ে সুন্দরী এক কিশোরীকে ধর্ষণ করেছে এক লম্পট। অসুস্থ অবস্থায় ওই গ্রামের রাজ মিস্ত্রি কানাই দাশের কন্যা সীমা দাশ (১৪) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে হবিগঞ্জ ও নবীগঞ্জে তোলপাড় শুরু হয়েছে।
হাসপাতালে আহত ওই কিশোরী জানায়, দুই বছর পূর্বে রং নাম্বারে পরিচয় হয় বানিয়াচং উপজেলার ধানকুড়া গ্রামের হিমেন্দ্র দাশের পুত্র লম্পট সজল দাসের। সে নবীগঞ্জ উসমানী সড়কের অজিত রায়ের ফার্মেসীতে কর্মরত। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এর পর থেকে সে বিভিন্ন সময় বিভিন্নস্থানে সীমাকে নিয়ে আনন্দ ভ্রমনে যেত। গত সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সজল দাশ সীমার কাছে যায় এবং বিভিন্ন প্রলোভন দিয়ে তার সাথে শারীরিক সর্ম্পক স্থাপনের চেষ্টা চালায়। কিন্তু সীমা বাঁধা দিলে সে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি সীমা তার মা বাবাকে জানালে সজলের অভিভাবকদের জানানো হয়। সজলের পরিবার বিয়ের আশ্বাস দিয়েও কালক্ষেপন করতে থাকে। এদিকে সীমা দিনে দিনে অসুস্থ হয়ে পড়লে গতকাল বুধবার সকালে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সীমার হাসপাতালে ভর্তি হবার খবর শুনে লম্পট সজল ও ফার্মেসীর মালিক আত্মগোপন করে। সীমার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।