বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের নবাগত ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম বানিয়াচং উপজেলা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা শেখ নমীর আলী, সিনিয়র সদস্য আব্দুল কদ্দুছ বিশ^াস, সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, সহ-সভাপতি শোয়েব রাজা, যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন আলফু, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, অর্থ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক আবু রক্কর রহমান দুদু, নির্বাহী সদস্য আনোয়ার হুসেন, আব্দুল মালিক, সাংবাদিক আশিক মাষ্টার প্রমূখ। মতবিনিময়কালে ইউএনও শরীফুল ইসলাম বলেন, বানিয়াচংয়ের অগ্রগতিতে আমি উপজেলার সকল সাংবাদিকদের সহযোগীতা চাই।