প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সে গত রবিবার পশু কোরবানী ও গোশত বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম সমাজ কল্যান সংস্থার নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ শায়েখ আঃ বাছিত। এতে প্রধান অতিথি ছিলেন মুসলিম সমাজ কল্যান সংস্থা বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ আঃ কাদির হুসাইনি। বিশেষ অতিথি ছিলেন মুসলিম সমাজ কল্যান সংস্থা বাংলাদেশের বানিয়াচং উপজেলার সভাপতি মাওঃ আব্দুস শহীদ। মুসলিম সমাজ কল্যান সংস্থার অর্থ সম্পাদক মাষ্ঠার শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মাঃ জামাল উদ্দীন, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ আব্দুর রহমান, সেলিম চৌধুরী, হাজী ইলিয়াস মিয়া, সামছু মিয়া, আজিজুর রহমান, মাওঃ কামাল উদ্দীন, মাওঃ লুৎফর রহমান দেওবন্দী, মুস্তফা মিয়া প্রমুখ।
উল্লেখ্য মুসলিম সমাজ কল্যান সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বর্তমানে আমেরিকা প্রবাসী মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী ও সেখানে বসবাসরত প্রবাসী ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় উক্ত পশু কুরবানী ও গোশত বিতরন করা হয়।