প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের অর্ন্তগত বসন্তপুর গ্রামে গত ১১ সেপ্টেম্বর রক্তিম সূর্যের ন্যায় উদীত হয়েছে প্রায় ৩শ জন সদস্যর ও বেশী সদস্য বিশিষ্ট বসন্তপুর নব জাগ্রত সমাজকল্যাণ যুব মহাসংঘ। সংঘের সার্বিক সহযোগীতার জন্য ২৮ সেপ্টেম্বর উক্ত সংঘের সম্মানীত সভাপতি কৃষ্ণকান্ত দাস ১ লক্ষ টাকার চেক ও একটি পাওয়ারফুল জেনারেটর মেশিন উক্ত সংঘকে দান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খোয়াজ আলী, প্যানেল চেয়ারম্যান বাবু দেবীচাঁদ দাস, উত্তর সাঙ্গর গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ ইদ্রিছ মিয়া, বসন্তপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোহন লাল দাস, সাবেক মেম্বার মনিন্দ্র চন্দ্র দাস, হরিচন্দ্র দাস, নিরানন্দ দাস, রামপ্রসাদ দাস, রনপ্রসাদ দাস, ডেঙ্গার খলা গ্রামের শ্রীচরন দাস, সাবেক মেম্বার নরেন্দ্র দাস, হরিন্দ্র চন্দ্র দাস, মঙ্গল দাস, আরাধন দাস, সুধীর দাস, মহানন্দ দাস, নারায়ন দাস, সোমলাল দাস, মন্টু দাস, প্রভাত দাস, নন্দলাল দাস, ইন্দ্রজিৎ দাস, মাখন দাস, আমরা বসন্তপুর নব জাগ্রত সমাজকল্যাণ যুব সংঘের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।