বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সংক্রান্ত উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল-মজীদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবউন্নয়ন অফিসার হোসেন শাহ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী রওশন আরা, মিজানুর রহমান ও মনির আহমেদ প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।