স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজী বাজার এলাকা থেকে ইয়াবা সম্রাট শাহপুর (ভান্ডারুয়া) গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আক্তার হোসেন অবশেষে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।
গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুদ্বীপ রায় ও এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক এসআই সুদ্বীপ জানান, আক্তার হোসেন হবিগঞ্জে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিপুল পরিমাণে মাদক সরবরাহ করে আসছিল দীর্ঘদিন ধরে।