স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে পৃথক অভিযানে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর ও চাই থোয়াইহলা চৌধুরী।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে স্পিরিট বিক্রির অপরাধে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সুতাং বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।