বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

ঈদের পর দিন বানিয়াচঙ্গের মন্দরী গ্রামের বিল দখলকে কেন্দ্র করে ॥ দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ ॥ আহত অর্ধশতাধিক ॥ মহিলাসহ আটক ৯

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া/কাজী মিজানুর রহমান ॥ বানিয়াচঙ্গে পারুল বিল এর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২জন নিহত ও অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামে। এলাকাবাসী ও পুলিশ Untitled-1 copy.jpgsসূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান সামছুল হক ও আলফি মিয়ার লোকদের মধ্যে পারুল বিলের দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে। প্রায় ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে মন্দরী গ্রামের মৃত মফিল মিয়ার ছেলে জয়নাল মিয়া (৫৫) হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ও গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দরছ মিয়ার ছেলে শাহাবুদ্দিন (২৮) মারা যায়। সংঘর্ষে  উভয়পক্ষের ৫০ জন লোক আহত হয়েছে। মন্দরী গ্রামের সাবেক চেয়ারম্যান সামছুল হক গংদের সাথে একই গ্রামের মৃত মাহতাব খাঁর পুত্র আলফি মিয়া গংদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা ও বিল নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে আলফি মিয়া গংদের দখলে থাকা বিলে জলকাটা ফেলতে যায় আলফি মিয়ার পক্ষের লোকজন। এতে বাধা দেয়া সামছুল হক পক্ষের লোকজন। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চোখে টেটাবিদ্ধ হয়ে জয়নাল মিয়া ও শরীলে টেটাবিদ্ধ হয়ে শাহাবুদ্দিন (২৮) নিহত হন। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত অবস্থায় আহত কবির মিয়া (৩৮), সামায়ুন খান (৩৯), আমজাদ আলী (৩৭), রুমন মিয়া (২৮), উম্মেদ আলী (৫৫), জাহাঙ্গির খান _ copy(৪৭), আলাল (২০), মুর্শেদ আলম (২২), কাজল (১৯), সুজাত খা (৩৫), সেলিম মিয়া (৩০), সুজন (২৪) এবং মুনছুর (৩৫) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। সংঘর্ষের পরপরই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মন্দরী গ্রামের লতিব উল্বার ছেলে কিম্মত আলী (৫৫) ও তার ছেলে পারভেজ মিয়া (৩২) একই গ্রামের খুর্শেদ আলীর ছেলে এনামুল হক (২৫), মারাজ মিয়ার ছেলে নুর আলম (১৯), শামীম মিয়ার ছেলে মাসুদ মিয়া (২০) একই গ্রামের জামাল উদ্দিনের পুত্র আমির উদ্দিন (৩৫) ও হেলাল উদ্দিন (২৮)  সহ ২জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গত রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ এর সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বানিয়াচং উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ওসি নির্মলেন্দু চক্রবর্তী,  ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ এডঃ আব্দুল মজিদ খান ও অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া বলেন, প্রকৃত অপরাধীরা যেন শাস্তি পায় এজন্য যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে আর যেন কোন সহিংসতা না হয় সে জন্য সকলকে ধৈর্য্য ধারণের আহবান জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com