স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় এক কলেজ ছাত্র আহত হয়েছে। আহত কলেজ ছাত্র হচ্ছে, বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের কাজল চৌধুরীর ছেলে বিতু চৌধুরী (২০)। সে হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় একটি ম্যাচে থেকে কবির কলেজে লেখাপড়া করছে। সে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র। গতকাল সন্ধ্যে ৭টার দিকে সে বাজার করে বাসায় ফিরছিল। পথিমধ্যে দুইজন অজ্ঞাত দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এতে সে আহত হয়। তাকে হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।