স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শিশু-মহিলাসহ অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলা সদরের প্রথমরেখ মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে টেটাবিদ্ধ মিজাজুলকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গুরুতর আহত আরো ৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার সহিদ উল্লার সঙ্গে ওয়াহাব উল্লার বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। একাধিকবার গ্রাম্য পঞ্চায়েত হলেও বিরোধ নিরসন হয়নি। সহিদ উল্লার লোকজনের অভিযোগ, পঞ্চায়েত কমিটির সর্দার সাবেক ইউপি চেয়ারম্যান বিরোধ জিইয়ে রেখেছেন। সোমবার ওয়াহাব উল্লার ছেলে নোয়াব উল্লা রাস্তা বন্ধ করে দিতে বাঁশের বেড়া দেয়। এ সময় সহিদ উল্লাও বাঁধা দেন। বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু’পক্ষের অন্তত ৩০ ব্যক্তি আহত হন। গুরুতর আহত আলী আকবর, নোয়াব উল্লাহ, রাকিবুল ইসলাম, সমরুজ আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হাসনা বেগম, বকুল আখতার, ধনরাজ বেগম, মালেহা বেগম, সোরাব উল্লাহ, সিহাব, জাকিরুল, শিরিন, সহিদ, আবদুল কদ্দুছ, রোকশানা, কামরুল, সমশেরকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।