স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাটপাড়া থেকে ঝগড়া করার সময় ভূয়া স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল ওই গ্রামের সায়েদ আলীর পুত্র ইলিয়াস মিয়া (২০) ও লাখাই উপজেলার মনতৈল গ্রামের খোর্শেদ আলীর কন্যা মাশকুরা আক্তার (২০)। গত রবিবার রাতে কোর্ট স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ভূয়া স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছিল। গতকাল ওই সময় তারা একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।