স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর শহরে নতুন বাজার আব্দুল মতিন চৌধুরী স্কোয়ার এলাকায় ২০ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকালে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় পৌর সভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর এটিএম সালাম, যুবরাজ গোপ, সুন্দর আলী, মিজানুর রহমান, সন্তোষ দাশ, সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া আক্তার লাকি, সাবেক কমিশনার বাবুল চন্দ্র দাশ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, আব্দুল মালিক, উপ সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, আলী মুছা, ঠিকাদার হারুনুর রশীদ, লোকমান আহমদ খান, মতিলাল আর্চায্য প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধন কালে মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, নবীগঞ্জকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করতে পৌর পরিষদ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এই রাস্তার কাজ সম্পন্ন হলে নতুন বাজার এলাকা যানজট মুক্ত হওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচলের সুবিধা হবে। তিনি পৌর পরিষদের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতার আহ্বান জানান।