স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির ও সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএমকে মোবাইলে এসএমএসের মাধ্যমে হত্যার হুমকির ঘটনায় আটক দুই যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং বাকী ৫ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনা নিয়ে হবিগঞ্জ ও সিলেটে আতংক বিরাজ করছে।
আটককৃতরা হল, বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের মতিউর রহমানের পুত্র বুরহান উদ্দিন (২৪) ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের আব্দুল হান্নানের পুত্র মিজানুর রহমান (২৪)। আটককৃত বুরহান শহরের খোয়াইমুখ এলাকায় ও মিজানুর রহমান আশরাফ জাহান কমপ্লেক্স এলাকার ব্যবসায়ী বলে জানা গেছে। উল্লেখ্য গত ২০ জুলাই থেকে গত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পৃথক ৩টি এসএমএসের মাধ্যমে ২টি নাম্বার থেকে এমপি আবু জাহিরকে এ হত্যার হুমকি দেয়া হয়। গত ২০ জুলাই বিকাল ৪টা ৫৪ মিনিটে ০১৭৭৭৯৮২৩১৬ নাম্বার থেকে ১ম বার এমপি আবু জাহিরের নাম্বারে একটি মেসেজে হুমকি দেয়া হয়। ০১৭৪৩৬২৬৭৮১ এই নাম্বার থেকে গত ১৪ সেপ্টেম্বর রাত ৮টা ৪৮ মিনিট ও ১৬ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩৪ মিনিটে আবারো এমপি আবু জাহিরকে হত্যার হুমকি দেয়া হয়। ইংরেজি অক্ষরে লেখা মেসেজে বলা হয়, ‘আগামীকাল ৫টায় তোর মৃত্যু। তবে মনে রাখিস তোর মন্ত্রী হওয়ার আর টাইম নাই’।
এদিকে, গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, একইভাবে কে বা কারা সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএমকেও এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয়। গত বৃহস্পতিবার দুপুরে শহর থেকে ওই দুই যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ। কালিবাড়ি পিয়াইম টেলিকম থেকে ৪ কর্মচারিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিকেলে ছেড়ে দেয়া হয়। অভিযোগ উঠেছে পিয়াইম টেলিকমসহ হবিগঞ্জের বেশ কয়েকটি টেলি সেন্টারে মোটা অংকের টাকার বিনিময়ে রেজিস্টেশন ছাড়াই সিম বিক্রি করা হচ্ছে। এছাড়া স্যামসং ও হাওয়াইসহ বিভিন্ন কোম্পানীর মার্কেটিং অফিসারকে ম্যানেজ করে নকল সেট বিক্রি করছে পিয়াইম টেলিকম।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরের ব্যক্তিগত সহকারি সুদীপ চন্দ্র দাস হবিগঞ্জ সদর মডেল থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। অন্যদিকে সদর থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। গতকাল শুক্রবার বিকেলে আটককৃতদের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সদর থানা পুলিশ জানায়, অভিযান অব্যাহত আছে। আটককৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, ইতিপূর্বে বিভিন্নভাবে আরো একাধিকবার এমপি আবু জাহিরকে হত্যা হুমকি দিয়েছে দূর্বৃত্তরা।