প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার সকাল ১১টায় শহরের টাউন মডেল সরকারিৎ প্রাথমিক বিদ্যালয়ে জেলার বিপুল সংখ্যক প্রধান শিক্ষকদের উপস্থিতিতে মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এবং অরুণ কুমার দাসের পরিচালনায় হবিগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় আহ্বায়ক আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আওলাদ মিয়া প্রমুখ। এ সময় বক্তাগণ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা প্রধান তথা বর্তমান পে-স্কেল অনুযায়ী দশম গ্রেডে বেতন নির্ধারণ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল ও শতভাগ পদোন্নতির দাবি জানান। পরবর্তী অধিবেশনে হবিগঞ্জ জেলার ৮টি উপজেলা থেকে আগত প্রধান শিক্ষকদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। কমিটির উল্লেখযোগ্য পদগুলো হলো- সভাপতি-মোঃ শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আওলাদ মিয়া, সাধারণ সম্পাদক- অরুণ কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক-রফিকুল ইসলাম মোল্লা। পরিশেষে নব-নির্বাচিত জেলা কমিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মানন্নোয়নের লক্ষ্যে নিবেদিত হয়ে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।