স্টাফ রিপোর্টার ॥ স্কটল্যান্ডের জাস্টিজ মিনিস্টার কেনী মেকাসকিল এমএসপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান। স্কটল্যান্ডের রাজধানী এডেনবরাস্থ স্কটিশ পার্লামেন্ট চেম্বারে মিনিস্টার কেনী মেকাসকিল এর সাথে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন এডেনবরা এন্ড লটিয়ানস রিজিওনাল ইকুয়েলিটি কাউন্সিল এর চেয়ারম্যান হবিগঞ্জের কৃতিসন্তান ফয়সল চৌধুরী এমবিই, ইংল্যান্ডের বিশিস্ট ব্যবসায়ী নুরুল ইসলাম কবির ও বিশিস্ট ব্যবসায়ী আলমগীর হোসেন। এ সময় ফজলুর রহমানকে মিনিস্টার কেনী পার্লামেন্ট ভবন ঘুরে ঘুরে দেখান।