প্রেসি বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের অর্ন্তগত বসন্তপুর গ্রামে বিগত ১১/০৯/২০১৫ইং তারিখে রক্তিম সূর্যের ন্যায় উদীত হয়েছে প্রায় ৩শ জন সদস্য বিশিষ্ট এক মহাসংঘ। সংঘের সার্বিক সহযোগীতার জন্য ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বর্তমান দায়িত্ব প্রাপ্ত সম্মানীত চেয়ারম্যান বাবু দেবীচাঁদ দাস নগদ ৫০,০০০/-(পঞ্চাশ) হাজার টাকার চেক এবং সংঘের সম্মানীত সভাপতি বাবু কৃষ্ণকান্ত দাস নগদ ১,০০০০০/- (এক লাখ) টাকার চেক ও একটি পাওয়ারফুল জেনারেটর মেশিন উক্ত সংঘকে দান করেন। আমরা বসন্তপুর নব জাগ্রত সমাজকল্যাণ যুব সংঘের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।