প্রেস বিজ্ঞপ্তি ॥ এটিএন বাংলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল হালিমের সুস্থতা কামনা করে নুরানী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশের আব্দা যুবকল্যাণ সংস্থা এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। বাদ জুমা অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী জিপি এডঃ আফিল উদ্দিন, সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূরুল আমিন ওসমান, চ্যানেল এস প্রতিনিধি সৈয়দ মুফাজ্জেল সাদাত, বাংলানিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন দুলাল, বিশিষ্ট মুরুব্বী হাজী শফিক উদ্দিন, মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ নোমান মিয়া, ব্যবসায়ী মোঃ হারুন মিয়া, মোঃ রুসমত মিয়া, হাফেজ নুরুল আমিন, যশেরআব্দা যুব কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম জীবন, সাধারন সম্পাদক শেখ মোঃ নাজিম উদ্দিন, মোঃ জায়েদুল ইসলাম শিহাব, মোঃ আজিজুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নুরানী জামে মসজিদের খতিব মাওঃ আবুল বাশার হানাফী। দোয়া মাহফিলে অসুস্থ আব্দুল হালিমের সুস্থতা কামনা করা হয়।
উল্লেখ্য সম্প্রতি সাংবাদিক আব্দুল হালিম মস্তিস্কেরক্তকরন জনিত কারনে অসুস্থ হয়ে বর্তমানে সিলেট এম এ জি উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।