নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার ৪ হাজার ৬শ ২১ জন গরীব ও দুস্থ ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, যুবরাজ গোপ, সুন্দর আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার দে, মান নিয়ন্ত্রক কর্মকর্তা সুকেশ চক্রবর্তী। গতকাল পৌরসভার ১৫শ কার্ডধারীদের মধ্যে চাল বিতরন করা হয় পর্যায়ক্রমে বাকিদের দেওয়া হবে।