নবীগঞ্জ প্রতিনিধি ॥ ১৮ সেপ্টেম্বর বিশ্ব সাইক্লিং দিবস উপলক্ষে নবীগঞ্জের লাল-সবুজ সাইক্লিং ক্লাবের উদ্যোগে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এর পূর্বে উপজেলা পরিষেদের প্রাঙ্গনে প্রধান অথিতি থেকে বিশ্ব সাইক্লিং দিবস কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অথিতি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম। লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম তারেকের সভাপতিত্বেও সহ-সভাপতি মোঃ মোজাহিদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ক্লাবের প্রচার সম্পাদক আমিরুল ইসলাম অমি, বেলায়েত হেসেন বোরহান, রফিকুল, ওহি, সামুয়েল, জাবের, ফাহিম, আপন আহমেদ প্রমুখ।