শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

রসুলগঞ্জ বাজারে গড়ে উঠেছে অবৈধ পশুর হাট ॥ আদালতে মামলা ॥ ২৪ ঘন্টার মধ্যে ডিসি, এডিসি ইউএনও’সহ ৪জনকে কারন দর্শানোর নির্দেশ’

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৩১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥  নবীগঞ্জ পৌর শহর থেকে প্রায় আধা কিঃ মিঃ দুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে রসুলগঞ্জ নতুন বাজারে হঠাৎ গজিয়ে উঠা অবৈধ একটি গরুর হাট। এনিয়ে শহরের ছালামতপুরস্থ প্রধান পৌর পশুর হাটের ইজারাদার জহিরুল ইসলাম সোহেল বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্ব হবিগঞ্জের বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে স্বত্ত্ব মামলা নং ৩৭/ ২০১৫ইং দায়ের করেছেন। উক্ত মামলায় বিবাদী করা হয়েছে নবীগঞ্জ উপজেলার সদর ইউপির আলীপুর গ্রামের মৃত মোঃ সমর উদ্দিনের ছেলে হায়ধর আলী, বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে। গত মঙ্গলবার মামলার শুনানী শেষে গতকাল বুধবার বিজ্ঞ বিচারক এক আদেশে কেন বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবে না মর্মে নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছেন। গতকাল বিকাল প্রায় সোয়া ৪ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আদেশের কপি পৌছানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। মামলার বাদী পৌর এলাকার আনমনু গ্রামের আব্দুল মন্নাফের ছেলে। উক্ত মামলায় বাদী স্থায়ী নিষেধাজ্ঞা দাবী করে উল্লেখ করেন নবীগঞ্জ পৌর শহর থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে রসুলগঞ্জ নতুন বাজার এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের উভয় পাশে উক্ত অবৈধ পশুর হাট বসানোর ফলে তাদের আর্থিক ও মানুষিক ক্ষতি সাধিত হচ্ছে। পাশাপাশি ওই সড়কে চলাচলরত স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ জনগনের চলাচলে মারাত্মক দূর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়া যেহেতু শহরে পৌর পশুর হাট যুগযুগ ধরে বিদ্যমান রয়েছে এর কাছাকাছি অপর একটি পশুর হাট বসলে ইজারাদারের পাশাপাশি নবীগঞ্জ পৌরসভা বিরাট রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এক পত্র সুত্রে যেখানে সড়কের পাশে অস্থায়ী ভাবেও পশুর হাট বসানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে সে কারনে উক্ত পশুর হাটটি সম্পুর্ণ অবৈধ। তাই সরকার বা সরকারের প্রতিনিধি যাহাতে উক্ত অবৈধ বাজারের অনুমোদন প্রদান না করেন সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞার জন্য উক্ত মামলা দায়ের করেন ইজারাদার জহিরুল ইসলাম সোহেল। মামলার দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত এক আদেশে উপরোক্ত নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, নবীগঞ্জ পৌর শহরে (তৎকালীন সদর ইউনিয়ন) যুগযুগ ধরে উপজেলার প্রধান পশুর হাট চলে আসছে। নবীগঞ্জ শহরকে পৌরসভায় রূপান্তর হওয়ার পর সম্প্রতি পৌর কর্তৃপক্ষ কোটি টাকা ব্যয় করে পৌর শহরের ছালামতপুর এলাকায় পৌর পশুর হাট নির্মাণ করেন। গত কয়েক মাস ধরে ওই স্থানে পশুর হাট বসছে। প্রচুর পরিমান ক্রেতা-বিক্রেতার ভিড় জমে উক্ত হাটে। সপ্তাহে দু’ দিন শুক্র ও মঙ্গলবার উক্ত পশুর হাট বসে। বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থান থেকে ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে এ হাটে। এখান থেকে পৌরসভা বিরাট একটি রাজস্ব পেয়ে থাকেন। যা মোট রাজস্ব আয়ের ৪৫% হবে বলে সুত্রে জানা গেছে।
কিন্তু সম্প্রতি একটি কুচক্রি মহল নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারের অনুমতি ব্যতি রেখেই অবৈধ ভাবে পৌর এলাকার অতি সন্নিকটে প্রায় আধা কিঃ মিঃ দুরে রসুলগঞ্জ (নতুন) বাজারস্থ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে পশুর হাট বসানোর ফলে নবীগঞ্জের নানা শ্রেণী পেশার মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে গত ১৪ সেপ্টেম্বর দৈনিক আমার দেশ ও হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় ফলাও করে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com