স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন-আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। বার্তমান প্রজন্মের কৃতি শিক্ষার্থীদেরকেই সু-শিক্ষিকায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকার নারীশিার উন্নয়নে বদ্ধ পরিকর। তাই আগামী দিনে দেশের হাল ধরতে ছাত্রীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশকে অন্যান্য উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। গতকাল বুধবার হবিগঞ্জ বিকেজিসি উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্কুলের প্রধান শিকিা নাজমুন নাহার খাতুনের সভাপতিত্বে ও শিক্ষক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, পরিবহন শ্রমিক নেতা সজীব আলী, স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা আমিনা খাতুন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন-মিজানুর রহমান, তাজুল ইসলাম, আব্দুল কবির, ফাতেমা বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক সুধাংশু কর্মকার। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মায়ীশা ইসলাম তৃষা।