স্টাফ রিপোর্টার ॥ গত ৯ই সেপ্টেম্বর ইংল্যান্ড এর লুটনের একটি রেষ্টুরেন্টে হবিগঞ্জ এলায়েন্স-লুটন, ইউকের আয়োজনে নবীগঞ্জ বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী এমপিকে সংবর্ধনা এক প্রদান করা হয়। এতে সভাপত্বিত করেন সংগঠনের চেয়ারম্যান ফজিলত আলী খাঁন। সভা পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা সংগঠনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী (হিরু)। পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্যমে সভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল আলম, উপদেষ্টা সমাজসেবক হান্নান চৌধুরী, খুরুম সফিক চৌধুরী, আলহাজ্ব সাজ্জাদুর রহমান, সৈয়দ আনোয়ার হোসেন, সহ-সভাপতি মান্নান চৌধুরী, সৈয়দ দেলওয়ার হোসেন, সিয়াম চৌধুরী, মৌলানা রুহুল আমীন, বাদশা মিয়া ইস্কন্দর আলী, সাব্বির আহমেদ, হাজী আব্বাস মিয়া সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এমপি এমএ মুনিম চৌধুরী নবীগঞ্জ বাহুবলের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।