স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। নাটাব এর সাধারন সম্পাদকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নজিবুশ শহিদ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, তরফ বার্তা সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, স্বদেশ বার্তা সম্পাদক ইসমাঈল হোসেন, লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল হক সোহেল, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমেদ খান, ডেইলি সানের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম চৌধুরী, জনকণ্ঠ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সংবাদের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, মোহনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ছানু মিয়া, করাঙ্গী নিউজ এর বার্তা সম্পাদক কামরুল হাসান, সমাচারের নির্বাহী সম্পাদক দিদার এলাহি সাজু, আব্দুল হাই চৌধুরী, স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী, জুয়েল চৌধুরী, এম এ আই সজিব, এ এম শাহ আলম, এনামূল হক সায়েম প্রমূখ।