স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ অবৈধ সুবিধা না পেয়ে মাধবপুর উপজেলার চৌমুহনী বালু মহালের বৈধ ইজারাদারের বিরুদ্ধে নামে-বেনামে বিভিন্ন দপ্তরে ভূয়া অভিযোগ দিয়ে হরয়ানী করছে একটি কুচক্রী মহল। এতে করে বৈধ ইজারাদার হয়রানী ও আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশংকা দেখা দিয়েছে। অবৈধ সুবিধা ভোগিদের দাপটের কারনে ভবিষ্যতে বালু মহাল ইজারা নিতে কেউ আগ্রহী হবে না বলে আশংকা বৈধ ইজারাদাররা। ফলে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হবে। স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর ধরে চৌমুহনী বালু মহালটি ইজারা না হওয়ায় ওই প্রভাব মহলটি বালূ মহাল থেকে অবৈধ ভাবে বালু লুটপাট করে আসছিল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সূত্রে জানা যায় চলতি বছরের ৮জুন খসউব্যু/কমিটি-হবিগঞ্জ/৪৬০/১৪(খন্ড-২)১৫৯৮ নং স্বারকে মেসার্স রহমান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী তৈয়বুর রহমানের অনুকুলে ১৪২২ বাংলার জন্য চৌমুহনী বালু মহালটি ইজারা প্রদান করেন। পরে রহমান এন্টারপ্রাইজ যথারীতি সরকাররের রাজস্ব জমা দিয়ে বালু উত্তোলন করতে গেলে ওই অবৈধ সুবিধাভোগি মহলটি ক্ষুদ্ধ হয়ে উঠে। যার ফল শ্র“তিতে ইজারাদার ও তার লোকজনকে হয়রানী করার উদ্দেশ্যে নামে-বেনামে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়ে ইজারাভুক্ত অঞ্চল থেকে বালু উত্তোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ ব্যাপারে মেসার্স রহমান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী তৈয়বুর রহমান জানান-লক্ষ লক্ষ টাকা রাজস্ব দিয়ে বৈধভাবে মহাল থেকে বালু উত্তোলন করতে গেলে কতিপয় লোকজন অবৈধ সুবিধা নেয়ার প্রস্তাব দেয়। আমি এতে রাজি না হলে তারা আমার ও আমার লোকজনের বিরুদ্ধে নামে-বেনামে ভূয়া অভিযোগ দিয়ে হয়রানী করে যাচ্ছে।