স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ধূমপায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় হাসপাতালের এক ব্রাদারসহ ৮ জনকে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে অর্থদন্ড করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া জামিলের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালায়। এ সময় সদর আধুনিক হাসপাতালের ক্যাম্পাসে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে এক ব্রাদারসহ ৭ ধূমপায়ীকে ৫শ ৫০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এএসআই আব্দুল কাইয়ূমসহ একদল পুলিশ।