স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে আবারো দু,দল ছাত্রের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় ৪ ছাত্রকে পুলিশ আটক করে। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ওই সময় আধিপত্য বিস্তার নিয়ে দূ’গ্র“পে সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীরা ভয়ে দিকবিদিক ছুটাছুটি করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় কয়েক জন ছাত্রকে আটক করা হয়। পরে কলেজের প্রেন্সিপালের হেফাজতে তাদেরকে দেয়া হয়। সম্প্রতি অভ্যন্তরীন কোন্দল নিয়ে একের পর এক সংঘর্ষ হয়।