স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের সুদিয়াখলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দ’ুদলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় নাসির উদ্দিন (২৫), জীবন মিয়া (২০), নুরুল হক (২৫), জলফু মিয়া (৩৫), আলেয়া (২৫), বিউটি আক্তার (২২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, কমিশনার গফুর মিয়ার সাথে আসাদ দেওয়ানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উল্লেখিত লোকজন আহত হয়।